[This Post contains Bangla text, If you see garbled characters, please, set up Bangla Unicode support]
pppd command ব্যবহার করে লিনাক্স থেকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়।
কিন্তু, pppd configure করা একটু ঝামেলার এবং কোনো গ্রাফিকাল ইন্টারফেস না থাকায়
সাধারণ ব্যবহারকারীরা মনে হয় KPPP তেই সাচ্ছন্দ্যবোধ করবেন।
এর জন্য আপনাকে জানতে হবে আপনার মোবাইলটি কোন সিরিয়াল ডিভাইসের সাথে সংযুক্ত হয়েছে ,
যা নির্ভর করবে আপনার মোবাইল ও pc এর সাথে connection এর উপর।
সাধারণত
pppd command ব্যবহার করে লিনাক্স থেকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়।
কিন্তু, pppd configure করা একটু ঝামেলার এবং কোনো গ্রাফিকাল ইন্টারফেস না থাকায়
সাধারণ ব্যবহারকারীরা মনে হয় KPPP তেই সাচ্ছন্দ্যবোধ করবেন।
এর জন্য আপনাকে জানতে হবে আপনার মোবাইলটি কোন সিরিয়াল ডিভাইসের সাথে সংযুক্ত হয়েছে ,
যা নির্ভর করবে আপনার মোবাইল ও pc এর সাথে connection এর উপর।
সাধারণত
- ইনফ্রারেড (IrDA) ডিভাইসের জন্য /dev/ircomm0
- ব্লুটুথ ডিভাইসের জন্য /dev/ttyUB0
- USB ডিভাইসের জন্য /dev/ttyUSB0
- USB সিরিয়াল ডিভাইসের জন্য /dev/ttyACM0
USB cable দিয়ে সংযুক্ত হলে সাধারণত /dev/ttyACM0 ব্যবহৃত হয়।
তবে নিশ্চিত হওয়ার জন্য মোবাইলটিকে কম্পিউটারের সাথে লাগিয়ে ,root user হয়ে টার্মিনালে
dmesg|tail|grep tty কমান্ডটি লিখে দেখুন।
এবার টার্মিনালে গিয়ে
kppp &
লিখে অথবা প্যানেল এর মেনুতে গিয়ে kppp চালু করুন।
প্রথমে kppp কনফিগার করে নিতে হবে। এর জন্য configure এ ক্লিক করুন,
তারপর account ট্যাব এ গিয়ে new তে ক্লিক করুন,
Wizard নাকি Manual Setup এর Option এ Manual Setup সিলেক্ট করুন।
- Dial ট্যাবে গিয়ে Connection Name দিন (যা ইচছা :D )
- Phone Number এ add করুন *99***1#( আপনার নেটওয়ার্ক অপারেটর এর ডায়াল নাম্বার )
- Authentication এ গিয়ে Script-based সিলেক্ট করুন।
- ok করুন
- Modem Name দিন (যা খুশি :D)
- Modem device এ গিয়ে মোবাইলটি যে সিরিয়াল ডিভাইস এর সাথে সংযুক্ত হয়েছে সেটি সিলেক্ট করুন।
- Connection Speed সিলেক্ট করুন
এবার Modem tab এ গিয়ে Query Modem এ ক্লিক করুন
এখানে যদি কোনে সমস্যা হয়, তাহলে Modem device এ ঠিক ডিভাইস সিলেক্ট করা আছে কিনা দেখুন।
এবার Modem Commands এ যান,
- Dial String এ ATDT থাকলে ATD করুন।
- GP connection যারা ব্যবহার করছেন তারা Initialization String 2: তে AT+CGDCONT=1,"IP","gpinternet","",0,0 লিখুন। অন্যান্য অপারেটরদের ক্ষেত্রে কিছু করতে হবে না।
- ok করুন।
2 comments:
উবুন্টুর ১০.৪- এর মোবাইল থেকে ইন্টারনেট শেয়ারিং- এর মাধ্যমে মডেম হিসেবে ইউজ করতে খুবই সমস্যা হচ্ছে। টারমিলাম কমান্ড ব্যবহার করে ডাউনলোড/ ইনষ্টল ঠিকই হচ্ছে। কোন সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে সাইট ভিজিট করতে গিয়ে। সাইট লোড হতে অনেক সময় নিচ্ছে। মাঝামাঝি লোড করে আটকে যাচ্ছে। ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে কিছুক্ষণ ঠিক থাকছে। কিন্তু কিছুক্ষণ পর আবার যেই সেই। কিন্তু উইন্ডোজে এরকম কোন সমস্যাই হচ্ছে না। কি করি বলুন তো। সমস্যাটা আপ্রতেও বলেছি।
মোবাইল : এইচটিসি এস ৬২০। উইন্ডোজ ৬।
কানেকশন : জিপি ইন্টারনেট পি-৬।
Post a Comment