fedora থেকে software ইনস্টল অথবা আপডেট করার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায় yum ব্যবহার করা। কিন্তু bandwidth যথেষ্ট বেশি না হলে default কনফিগারেশনে yum ব্যবহার করা প্রায় অসম্ভব, ক্রমাগত 'timed out' মেসেজ এ জীবন জেরবার হয়ে যাবে আপনার।
তবে কনফিগারেশনে কিছু পরিবর্তন করলেই yum কম bandwidth এর লাইন থেকেও ব্যবহার করতে পারবেন।
প্রথমেই root user হয়ে আপনার প্রিয় text editor এ /etc/yum.conf ওপেন করুন।
retries বাড়িয়ে দিন। যেমন,retries=10
timeout বাড়িয়ে দিন।যেমন,timeout=300
সেভ করুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment